
বাঁকুড়া: প্রাক্তন স্বামী-স্ত্রীর লোকসভা নির্বাচন লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর। আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিষ্ণুপুর লোকসভার (Bishnupur Lok Sabha Constituency) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী সুজাতা মন্ডল (Sujata Mondal) সম্প্রতি সোনামুখীতে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Soumitra Khan)-কে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন। সুজাতার দাবি বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনও উন্নয়ন করেননি।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২২)
তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি বিষ্ণুপুর পোড়ামাটির হাটে বসে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক ডিবেট হয়ে যাক তিনি কি উন্নয়ন করেছে কেন্দ্রীয় বিজেপি সরকারে থেকে সাংসদ হয়ে আর আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে আমরা কি উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় উনি ওনার এমপি ল্যান্ড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন তাহলে আমি কথা দিচ্ছি আমি নমিনেশন প্রত্যাহার করব। সুজাতা, সৌমিত্রকে কটাক্ষ করে বলেন শুধু বিলাসিতা ফুর্তি ছাড়া উনি কোনও কাজ করেননি। উনাকে ডিবেটে আসতে বলছি। উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন উন্নয়নটা করেছেন উনার এমপি ল্যাড থেকে সেটার জবাব দিন তারপর বাকি লড়াইটা দেখা যাবে।
আরও পড়ুন: নির্বাচনে পুরনো-নতুন মিলিয়ে ৯৬ কোটিরও বেশি ভোটার!
পাল্টা প্রতিক্রিয়া সৌমিত্র খাঁর একটি ভিডিও দেখিয়ে বলেন প্রথমে উত্তর দিন পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন করতে দেননি বিরোধীদের। আর আপনার যে ভোট হয়েছিল এই ছাপ্পাটা কে মারছিল। নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারা করিয়েছে। মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়া ঠিক নয়। বীরহাম্বীর রেল ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছেন না, মশাগ্রাম জয়েনিং কাজ হয়ে গেছে না, প্রত্যেক জায়গায় সোলার লাইট আপনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য করছেন তার পাশের সোলার লাইটটা সৌমিত্র খাঁয়ের সাংসদ তহবিল থেকে। ষারেশ্বর বাবার মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না। শালির নদীতে রেলের ওভারব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন না। এর বিরুদ্ধে কিছুই বলার নেই নমিনেশন ফাইল এখনও করলেন না তো উইথড্র করবেন কি করে। পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে। বেশি কিছু আর বলে লাভ নেই। সুজাতাকে চূড়ান্ত নিশানা করে সৌমিত্র বলেন, একটাই কথা, যার বুদ্ধি ভ্রম হয়, যে সমাজের কোনও মানুষের উপকার করে না, তাদের জবাব দেওয়াটা ঠিক না। আগে নমিনেশন ফাইল করুন, লড়াই করুন, জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জয়পুরের মানুষকে জবাব দিন।
দেখুন ভিডিও: