নয়াদিল্লি: এবার গরুপাচার মামলায় জামিন পেলেন এনামুল হক (Enamul Haque)। গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআইয়ের পর সোমবার ইডির মামলায় এনামুলকে জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গরু পাচার মামলায় ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল ইডি (ED)। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
২০২০ সালের ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদলতে আত্মসমর্পণ করেছিলেন এনামুল। পরে গ্রেফতার হন সিবিআইয়ের হাতে। প্রায় ২ বছর জেলবন্দি ছিলেন তিনি। মাঝে ২০২১ সালে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন এনামুল। কিন্তু তা খারিজ হয়ে যায়। শেষে গত জানুয়ারিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: বুধবার থেকে ২ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এরপর ২০২২ সালে ১৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলাতে এনামুলকে দিল্লি থেকে গ্রেফতার করে ইডি। প্রায় আড়াই বছর পর ইডির মামলাতে জামিন পেলেন তিনি। এনামুল গরু পাচার মামলার অন্যতম মূল অভিযুক্ত। ইডি গরু পাচারের তদন্তে চার্জশিট দায়েরের পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করে।
দেখুন আরও অন্যান্য খবর: