নয়াদিল্লি: আরজি কর (RG Kar) কাণ্ডে এবার পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে স্বতঃপ্রণোদিত মামলা নিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Chief Justice DY Chandrachud), বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এই মামলা শুনবেন। রবিবার দুপুর ১.০৩ নাগাদ সুপ্রিম কোর্টে এই মামলা রুজু হয়।
সোমবার আদালত বন্ধ, তাই মঙ্গলবার প্রথমেই এই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, এই ঘটনায় রাজ্য সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এছাড়াও তদন্ত প্রক্রিয়ার প্রতি নজর থাকবে তাদের।
আরও পড়ুন: যুবভারতী চত্বরে ইস্ট-মোহন সমর্থকদের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ
৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। তবে অভিযোগ ওঠে, ন্যক্কারজনক ঘটনায় একাধিক ব্যক্তির হাত রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের উপর গাফিলতির অভিযোগ ওঠে। এরপর ১৩ অগাস্ট তদন্তের ভার সিবিআইয়ের (CBI) হাতে ন্যস্ত করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এদিকে আরজি কর কাণ্ডে প্রতিবাদের অভূতপূর্ব দৃষ্টান্ত দেখছে রাজ্য। প্রথমে ‘রাত দখল’ কর্মসূচিতে আন্দোলিত হয়েছিল কলকাতা এবং জেলার বিভিন্ন এলাকা। শনিবার রাতে আরজি কর হাসপাতাল চত্বরে প্রতিবাদে জমায়েত হয় বাংলা থিয়েটার জগৎ। রবিবার বিকেল যুবভারতী চত্বরে জমা হয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের সমর্থকরা।
দেখুন অন্য খবর: