বীরভূম: ২১ জুলাইয়ের আগে বীরভূমে তৃণমূলের ব্লক সভাপতির পদত্যাগ ঘিরে জোর জল্পনা জেলাজুড়ে। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম তাঁর পদ থেকে পদত্যাগ করেন। ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন জেলা তৃণমূল কোর কমিটির কাছে পাঠিয়েছেন তিনি।
এ বিষয়ে নুরুল ইসলামের বক্তব্য, তৃণমূল দল আসার পর থেকেই তিনি ব্লক সভাপতি আছেন। নতুনকে সুযোগ দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। যদিও বিজেপির দাবি, বীরভূমে শাসকদলের এখন দুটো গোষ্ঠী। একদিকে কাজল অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিকাশ রায় চৌধুরীদের গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর মাঝে কোথাও কাজ করতে তাঁর অসুবিধা হচ্ছে। তাই এই পদত্যাগপত্র। ২১ জুলাইয়ের আগে ব্লক সভাপতি আচমকাই পদত্য়াগ, স্বাভাবিকভাবে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: শহীদ সমাবেশ তাই কেন্দ্রের সর্বদল বৈঠকে থাকবে না তৃণমূল, জানালেন ডেরেক