Tuesday, July 8, 2025
HomeকলকাতাSuvendu Adhikari : সিউড়িতে আইন অমান্য আন্দোলনে বিশৃঙ্খলা, পায়ে চোট পেলেন শুভেন্দু

Suvendu Adhikari : সিউড়িতে আইন অমান্য আন্দোলনে বিশৃঙ্খলা, পায়ে চোট পেলেন শুভেন্দু

Follow Us :

সিউড়ি, ১৩ এপ্রিল : আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে পায়ে চোট পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।  সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে আইনের শাসনের দাবিতে আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা ।  সেখানেই তিনি পায়ে চোট পান  ।  এ দিন সকাল থেকেই  দলীয় কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন সিউড়ি সার্কিট হাউস মোড়ে ।

পুলিস-প্রশাসন আগে থেকেই তৈরি ছিল ।  রাস্তায় ব্যারিকেড তৈরি করা ছিল ।  বিজেপি সমর্থকরা তা ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করেন ।  স্বাভাবিক ভাবেই পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় ।  তখনই পায়ে চোট পান বিরোধী দলনেতা ।  পরে পায়ের এক্স-রেও করা হয় ।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের কর্মী-সমর্থকরা । পায়ে জল দেন ।  নিজেদের মতো করে সেবা করার চেষ্টা করেন ।  উপস্থিত অনেকে বলেছেন, লোহার ব্যারিকেডে চোট পেতে পারেন শুভেন্দু ।  বিশৃঙ্খলার কারণেই যে এই দিন শুভেন্দু আহত হন,  সে বিষয়ে প্রায় সকলেই এক মত ।

আহত শুভেন্দুর শুশ্রূষা চলছে ।

হাঁসখালি-সহ একাধিক ধর্ষণের ঘটনা নিয়ে রাজনৈতিক স্তরে কম জল ঘোলা হয়নি।  বার বার বিভিন্ন প্রসঙ্গে বিরোধী প্রশ্ন তুলেছেন প্রশাসনের ভুমিকা নিয়ে।অভিযোগ তুলেছেন পুলিসের নিস্ক্রিয়তা নিয়েও।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু।

আরও পড়ুন : Kolkata Weather: ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39