কলকাতা: ভোট গণনাকেন্দ্রে আইপ্যাকের কেউ ঢুকলে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। পাশাপাশি বসিরহাটের এসপিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার একগুচ্ছ দাবি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জরুরি বৈঠক করেন শুভেন্দু। বৈঠক শেষে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ষষ্ঠ দফায় যা যা হয়েছে তা সব তুলে ধরেছি। কোন কেস বা এফ আই আর এর নাম না থাকা সত্ত্বেও বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এরম ৫০জন বিজেপির কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এরম ঘটনা ঘটলে ১০৭ ধারায় কোর্ট থেকে জামিন নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। সেকশন ৪১ নোটিশ করা না হলে কোর্টের পেন্ডিং নোটিশ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। গণনায় কারচুপির যে চেষ্টা হবে। কমিশনকে সজাগ থাকতে বলেছি। কোনওরকম এদিক ওদিক বরদাস্ত করা হবে না। কমিশন এবার গণনায় আরও কঠোর ব্যবস্থা চালু করছে। কোনও গ্রুপ ডি কর্মচারী গণনা কেন্দ্রের ভিতর থাকবেন না।
শুভেন্দু বলেন, এবার গণনায় কোনও কারচুপির সুযোগ থাকবে না। তাঁর দাবি, একুশের ভোটে গণনা কেন্দ্রে ঢুকে পড়েছিল আই-প্যাকের টিম। তারা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে গণনায় কারচুপি করেছিল।এবার কাউন্টিং সেন্টারে আইপ্যাকের থেকে কেউ ঢুকলে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি আরও বলেন, সপ্তম দফার সমস্ত এজেন্ট দের বলছি, পুলিশ ডাকলে যাবেন না, বাড়িতে ডাকলে দরজা খুলবেন না। আমরা শেষ দেখে ছাড়ব।
আরও পড়ুন: কেরলে ঢুকেছে বর্ষা, বঙ্গে কবে আগমন?
শুভেন্দু বলেন, ষষ্ঠ দফায় অনেক ক্যামেরা বন্ধ ছিল। তবে দিনের শেষে ১৫০ টি বুথে ক্যামেরা চলেনি। সুন্দরবনের কয়েকটি বুথ ছাড়া এসব জায়গায় ওয়েব কাস্টিং বাধ্যতামূলক। বসিরহাট, সন্দেশখালীর কয়েকটি বুথ স্যাডো জোনে থাকায় সেখানে ওয়েব কাস্টিং থাকবে না।
এছাড়া সব বুথে ক্যামেরা রাখার দাবি। যারা গণনার কাজে নিযুক্ত থাকবেন তারা গ্রুপ সি থেকে উপরের স্তরের কর্মী হতে হবে।যারা গণনার কাজে নিযুক্ত থাকবেন তারা গ্রুপ সি থেকে উপরের স্তরের কর্মী হতে হবে।রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের কর্মীদের পরিচয় পত্র সঙ্গে রাখার দাবি জানিয়েছেন।
দেখুন ভিডিও
