কলকাতা: নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানউতোর বাড়ছে রাজ্য-রাজনীতিতে। সবুজ শিবিরের সঙ্গে গেরুয়া শিবিরের তরজা ক্রমশ প্রবল হচ্ছে। আর এবার সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের হাত ধরে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছেন, এমনই অভিযোগ তুললেন উত্তর কলকাতা লোকসভা (Kolkata Uttar Lok Sabha) কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)।
তিনি বলেন, রাজনৈতিকভাবে চাপে পড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় মাটি আঁকড়ে ধরতে শ্রেয়া পান্ডের হাত ধরে তার প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছেন দুষ্কৃতি দিয়ে। এই ধরনের অনৈতিক ব্যাঘাত ঘটাতে চাইলে উত্তর কলকাতার একাধিক ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালো পতাকা দেখানো বা গাড়ির সামনে শুয়ে পড়ার মতো ঘটনা ঘটাতে পারে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি (BJP)। তাই যতই সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ধরনের অনৈতিক পথে তাঁর প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করুন উত্তর কলকাতার মানুষ এটা মেনে নেবে না।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
সাধন পান্ডের (Sadhan Pande) মৃত্যুর পর তাঁর মেয়ে বাবার এলাকা থেকে প্রার্থী হওয়ার জন্য নানা ধরনের কাজ করে চলেছেন। শ্রেয়া পান্ডের কর্মকাণ্ডে অতিষ্ঠ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের একাধিক বলিষ্ঠ নেতৃবৃন্দ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই টিকিটই নিশ্চিত করার লক্ষ্যেই এমন অনৈতিক কাজে নেমেছে শ্রেয়া পান্ডে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মদতেই এই কাজ করছেন শ্রেয়া, অভিযোগ তাপস রায়ের। পাশাপাশি আজ-কালের মধ্যেই নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির কাছে রোজভ্যালি কাণ্ডে টাকা তচরূপের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ও শ্রেয়া পান্ডের (Shrreya Pande) জোগ সাজসের তথ্য তুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি তাপসের।
আরও পড়ুন: বীরভূমে নির্দল প্রার্থীসহ ২৫০ জনের যোগদান বিজেপিতে
পহেলা বৈশাখের দিন মানিকতলা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পান্ডের প্ররোচনায় এলাকার বেশ কিছু দুষ্কৃতিকে সামনে লেলিয়ে দিয়ে তাঁর গাড়ির সামনে বসে পড়া থেকে শুরু করে গো ব্যাক স্লোগান এবং প্রচারে বাধা দেওয়ার মতো অনৈতিক কাজ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে ঘটনার সব ছবি তুলে ধরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুরো ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।
আরও খবর দেখুন