আলিপুরদুয়ার: চা বাগানে কাজ ফিরে পাওয়ার দাবিতে থালা বাটি নিয়ে অনশন অবস্থানে বসলেন ডুয়ার্সের (Dooars) চা শ্রমিকরা। ঘটনা আলিপুরদুয়ার (Alipurduar) জেলার তাসাটি চা বাগানের। সম্প্রতি আন্দোলন করার দায়ে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে ডুয়ার্সের তাসাটি চা বাগানের আটজন শ্রমিককে। কাজ ফিরে পাওয়ার দাবিতে তাসাটি চা বাগানের কারখানার গেটের সামনে অনশনে বসেছেন ওই আট শ্রমিক। আন্দোলনে শামিল হয়েছেন বাগানের প্রায় শতাধিক শ্রমিকও।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা (Falakata) ব্লকের তাসাটি চা বাগানে মোট ১২০০ শ্রমিক। কিছু মাস আগে বাগানের একাধিক সমস্যা নিয়ে শ্রমিকরা আন্দোলন করেন, সেই সময় কিছু দিনের জন্য বাগান বন্ধ হয়ে যায়। বাগান লক আউট করে চলে যায় বাগান কর্তৃপক্ষ। যদিও পরবর্তীতে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাগান খুলে যায়। সম্প্রতি আটজন শ্রমিককে চা বাগান কর্তৃপক্ষ সাসপেন্ড করে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে প্রথম অভীক জয়েন্টেও সফল
আন্দোলনরত শ্রমিকরা বলেন, নিজেদের অধিকারের জন্য আমরা সমস্ত শ্রমিক মিলে আন্দোলন করেছিলাম, বাগান খোলার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন নেওয়া হবে না। বাগান কর্তৃপক্ষ অনৈতিকভাবে আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে।
এদিকে চা বাগানের ম্যানেজারের বক্তব্য, এই আট শ্রমিককে এখনই কাজে ফেরানোর কোনও প্রশ্ন নেই। এদের জন্যই এই চা বাগান এক সময় লক আউট হয়েছিল। সে কারণে এদের বহিষ্কার করা হয়েছে।
দেখুন অন্য খবর: