Placeholder canvas
Homeরাজ্যআবাসিক স্কুলে ছাত্রদের মার, ফেরার অভিযুক্ত শিক্ষকরা

আবাসিক স্কুলে ছাত্রদের মার, ফেরার অভিযুক্ত শিক্ষকরা

প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ, থানায় অভিযোগ

মালদহ: একটি বেসরকারি আবাসিক স্কুলের প্রায় দেড়শো ছাত্রকে (Student) বেধড়ক মারধরের অভিযোগ উঠল বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। যদিও ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত শিক্ষকেরা। মালদহের (Malda) গাজোল ব্লকের তুলসিডাঙা এলাকার ঘটনা। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক।

ছাত্রদের অভিযোগ, তাদের প্রায়ই অকারণে মারধর করা হয়। গত মঙ্গলবার ও বুধবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বাড়িতে জানালে ফের মারধর করার হুমকি দেওয়া হত ছাত্রদের। অভিযোগ, মঙ্গলবার-বুধবার অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছয় যে গুরুতর জখম হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্র। তারা প্রধান শিক্ষক এবং অভিভাবকদের জানাতে বাধ্য হয়।

আরও পড়ুন: তোর্ষার ভয়ঙ্কর রূপ, ছট পুজোর নিয়ে আশঙ্কা স্থানীয়দের

এদিকে ওই ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। তাঁদের দাবি, অভিযুক্ত শিক্ষকদের গ্রেফতার করতে হবে। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন অভিভাবকেরা। এই ঘটনার পরই আবাসিকদের বাড়িতে নিয়ে যাচ্ছেন অভিভাবকেরা। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

দেখুন আরও অন্য খবর:

জেলা Bulletin | অঙ্গনওয়াড়ির খাবারে টিকটিকি, বীরভূমে আতঙ্কে হাসপাতালে ২০ জন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments