বীরভূম: রামপুরহাটে রেলপারে ফুটপাত উচ্ছেদকে ঘিরে বিরাট উত্তেজনা। রেল পুলিশের সঙ্গে স্থানীয় হকারদের ধস্তাধস্তি। উত্তেজনা নিয়ন্ত্রণ করতে রেল পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। এরই প্রতিবাদে এলাকায় বিরাট বিক্ষোভ স্থানীয় হকারদের।
রাজ্যের পাশাপাশি এবার কেন্দ্রের হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে বিরাট উত্তেজনা সৃষ্টি হল বীরভূমের রামপুরহাটে। বুধবার রামপুরহাট স্টেশন সংলগ্ন রেলপার এলাকায় হকার উচ্ছেদে নামে রেল পুলিশ। এই উচ্ছেদ অভিযানে ছিলেন রেলের আধিকারিকরা। বুলডোজার দিয়ে একের পর এক দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল। কেড়ে নেওয়া হচ্ছিল মানুষের পেটের ভাত।
আরও পড়ুন: এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক ভোটের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা বেড়ে যায়। হকারদের দাবি, হয় পেটের ভাত দাও, না হলে মেরে ফেল। এই স্লোগানে বিক্ষোভ চলছে হকারদের। জোর করে উচ্ছেদ করতে এলে রেল পুলিশের সঙ্গে চূড়ান্ত ধস্তাধস্তি, ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রেল পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জের অভিযোগ হকারদের।
দেখুন আরও অন্যান্য খবর: