Friday, July 18, 2025
HomeCurrent Newsরাজ্যে হাজার কোটির বিনিয়োগ বিড়লা গোষ্ঠীর, দু’বছরের মধ্যে কর্ম সংস্থানের সুযোগ

রাজ্যে হাজার কোটির বিনিয়োগ বিড়লা গোষ্ঠীর, দু’বছরের মধ্যে কর্ম সংস্থানের সুযোগ

Follow Us :

কলকাতা: আদিত্য বিড়লা গোষ্ঠী (Aditya Birla Goroup) রাজ্যে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে৷ তৈরি হবে বিশাল বড় রং কারখানা৷ সেখানে বহু কর্মসংস্থানের (Employment) সুযোগ পাবেন রাজ্যের চাকরি প্রার্থীরা৷ বৃহস্পতিবার এ বিষয়ে পাকাপাকি কথা হয়েছে মুখ্য সচিবের সঙ্গে ওই আন্তর্জাতিক শিল্পগোষ্ঠীর কর্তাদের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তাদের কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছে বিড়লা গ্রুপ৷

বৃহস্পতিবার নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফর্চুন-৫০০’(Fortune 500) তালিকাভুক্ত আন্তর্জাতিক শিল্পগোষ্ঠী “আদিত্য বিড়লা গ্রুপ” গত ৪ অক্টোবর ২০২১ রাজ্যে একটি রঙ কারখানা স্থাপনের লিখিত প্রস্তাব দেয়৷ সেই প্রস্তাবে সম্মতি জানায় রাজ্য৷ এরপর আজ বৃহস্পিবার বিড়লা গোষ্ঠীর কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ, মুখ্য পরিচালক অফিসার অজিত কুমার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দ্রুত রং কারখানা নির্মাণ ও পরিচালনা সংক্রান্ত যাবতীয় বৈঠক হয়৷

আরও পড়ুন-মুখের মধ্যে ৪.৯ লক্ষ টাকার সোনা, বেঙ্গালুরু বিমানবন্দরে আটক যাত্রী

সূত্রের দাবি, আদিত্য বিড়লা গ্রুপ খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ৮০ একর জমিতে প্রস্তাবিত রং কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে৷ এই মর্মে তারা লিখিত আবেদনও জানিয়েছেন। ৮০ একর জমিতে মূল কারখানার পাশাপাশি সহযোগী উৎপাদন কেন্দ্রগুলিও স্থাপন করবেন বলে জানিয়েছে। এই প্রকল্পের জন্য সব মিলিয়ে আদিত্য বিড়লা গ্রুপ আনুমানিক ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। তাই নয়, রং কারখানা ও অন্যান্য কাজে প্রায় ৬০০ লোকের সরাসরি কর্মসংস্থান হবে৷ পরোক্ষভাবে আরও দেড় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে শিল্প গোষ্ঠীর কর্তারা জানিয়েছেন। প্রস্তাবিত কারখানাটি আগামী দেড় থেকে দু’ বছরের মধ্যে চালু হবে বলে আশা করা যায়। তাই, আদিত্য বিড়লা গ্রুপ মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে দ্রুত এবং সক্রিয় সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39