ব্যারাকপুর: ব্যবসায়ী তাপস ভগতকে ফের হুমকি দুষ্কৃতী সুবোধ সিংয়ের। ফোন করে এবার প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিগত বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুরের বিভিন্ন ব্যবসায়ীকে ফোন করে তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই হুমকি দেওয়ার পিছনেই প্রতিবারে নাম উঠে আসছে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের। যে এই মুহূর্তে বিহারের বেউর জেলে বন্দি।
কয়েকদিন আগেই ব্যবসায়ী তাপস ভগতকে ফোনে তোলা চেয়ে হুমকি দিয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী সুবোধ। সেই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজরিয়ার কাছে। তারপরেই পুলিশের তরফ থেকে দুইজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল তাঁর বাড়ির সামনে। শুক্রবার তাপসের কাছে আবারও ফোন আসে সুবোধের। ফোনে তাপসকে বলা হয়, ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং তাঁকে খুন করার জন্য বরাত দিয়েছেন। যদিও এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনও কথাই বলতে চাননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
আরও পড়ুন: বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, মন্তব্য মুখ্যমন্ত্রীর