কলকাতা: বিশ্বভারতীতে (Visva Bharati University) হেরিটেজ (Heritage) ঘোষণা সংক্রান্ত ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী চান ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার। ইউনেস্কো (Unesco) বিশ্বভারতীকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। কিন্তু আজকের উপাচার্য স্মারক টুকরোয় নিজের নাম খোদাই করেছেন। ঈশ্বরের দোহাই, কবি যে প্রতিষ্ঠানটি এত কষ্ট করে প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা অপমানজনক ফলকগুলি সরিয়ে নেওয়া হোক।
মমতার সুরেই সুর মিলিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে (Vice Chancellor Bidyut Chakraborty) আক্রমণ করতে শুরু করেছেন রাজ্যের বিজেপি নেতারা। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে উপাচার্যের বিরোধিতা শোনা গিয়েছিল। এদিন কড়া ভাষায় বিদ্যুতের সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের নেতা অনুপম হাজরাও।
আরও পড়ুন: লরির চাকায় পিষে গেল মা ও ছেলে
এদিন ফেসবুকে একটি পোস্ট করেছেন অনুপম কবিতার ভাষায় বিশ্বভারতীর উপাচার্যের সমালোচনা করেন। উল্লেখ্য, তিনি নিজেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তবে নিজের পোস্টে কোথাও অনুপম বিদ্যুতের নামটি উল্লেখ করেননি।
দেখুন আরও অন্যান্য খবর: