বসিরহাট: চিকিৎসার গাফিলতির জন্য যুবকের মৃত্যু। জরুরি বিভাগ ভাঙচুর, নার্স ও চিকিৎসক সহ ১০ জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ব়্যাফ মোতায়েন। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকোলবেড়িয়া গ্রামে বছর ৩৫ এর সামাদ মণ্ডল সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না অন্যদিকে তাঁর ঠিকমতো চিকিৎসা হয়নি বলে অভিযোগ।
আজ সকালে হাসপাতাল থেকে ফোন যায় তাঁদের রোগীর অবস্থা খারাপ। এদিন দুপুর ১২টা নাগাদ সামাদের মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছতে মৃত রোগীর পরিবার সব গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসেন মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কর্তব্যরত রাত ও চিকিৎসকদের মারধর করে বলে অভিযোগ। এমনকী অন্যান্য রোগীর পরিবারের লোকজন জরুরি বিভাগে কম্পিউটার ভাঙচুর করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পরিবারের অভিযোগ, রোগীকে ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি। এ কারণেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বারবার হাসপাতালে কর্তৃপক্ষকে জানিয়েছেন।
আরও পড়ুন: জন্মাষ্টমীতে কম চলবে মেট্রো, জেনে নিন বিস্তারিত