চন্দ্রকোনা: বাড়ির সামনে ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নাবালিকার। এরই প্রতিবাদে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকার মানুষদের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায়। জানা গিয়েছে, স্কুল শেষে বন্ধুর বাড়িতে খেলতে এসেছিল ওই নাবালিকা। সেখানে ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট তৃতীয় শ্রেণির আরাধ্য দলুই নামে ওই নাবালিকা ছাত্রীর।
স্থানীয়রা তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসীদের অভিযোগ, এর আগেও আরও দুজন একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। আর সেই অভিযোগেই বৃহস্পতিবার চন্দ্রকোনা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা। একাধিকবার প্রশাসনিক দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এদিনের এই ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি হয়।
আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রুখতে মশাল মিছিল