কলকাতা : রাজ্যের অন্যতম সুপার স্পেসালিটি হাসপাতাল এসএসকেএম (SSKM)। এবার সেই হাসপাতালের বিরুদ্ধে উঠল রোগী হয়রানির অভিযোগ।রাতভর এসএসকেএম (SSKM) হাসপাতালের বাইরে স্ট্রেচারে পড়ে রইলেন রোগী।
সূত্রের খবর, সেই রোগীকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল (BURDWAN MEDICAL) কলেজের পক্ষ থেকে এসএসকেএমে (SSKM)। তবে এসএসকেএম হাসপাতাল (SSKM) থেকে এসে বেড মেলেনি সেই রোগীর। শিরদাঁড়ায় অপারেশন করাতে এসে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে স্ট্রেচারেই শুয়ে থাকলেন রোগী।
আরও পড়ুন : ছট পুজোর আগে গারুলিয়ার গঙ্গার ঘাটের চূড়ান্ত অব্যবস্থা, বিক্ষোভ স্থানীয়দের
রবিবার দেখা যায় হাসপাতালের বাইরে স্ট্রেচারে শুয়ে কাতরাচ্ছেন ওই রোগী।জানা যায় তিনি আসানসোলের (ASANSOL) কুলটির বাসিন্দা।সপ্তাহ দুয়েক আগে ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই ছাদ থেকে পড়ে গিয়ে আঘাত পান । পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রথমে আসানসোল (ASANSOL) হাসপাতালে ভর্তি করা হয় পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যালে। বর্ধমান মেডিক্যালের পক্ষ থেকে জানানো হয়, শিরদাঁড়ায় অপারেশন করার প্রয়োজন রয়েছে, এবং এসএসকেএম হাসপাতালে (SSKM) স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই হয়রানির শিকার হতে হয় রোগীকে। ২৪ ঘণ্টারও বেশি সময় কাটাতে হয় স্ট্রেচারে।
২৪ ঘণ্টা কোমরের যন্ত্রণা নিয়ে স্ট্রেচারে সময় কাটানোর পর এসএসকেএম (SSKM) হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বেড আপাতত খালি নেই। দু সপ্তাহ পর দেওয়া হয় অপারেশনের সময়।
ইতিমধ্যেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। তাদের অভিযোগ, হাসপাতালে হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে। যার জেরে রেফার করার আগেই জানা যাবে কোন হাসপাতালে কোটা বেড পাওয়া যাবে। কিন্তু অভ্যন্তরীণ গণ্ডগোলের জেরে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের।
দেখুন অন্য খবর: