কাকদ্বীপ: রেশন দুর্নীতির (Ration Scam Case) জাল এবার কাকদ্বীপে (Kakdwip), রেশনের আটার বস্তায় দুর্নীতি করায় ব্যবসায়ীকে গ্রেফতার করল হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ (Harwood Point Coastal Police)। জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার হারউড পয়েন্ট কোস্টাল থানার স্বরূপনগর এলাকায় শনিবার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ রেশনের প্যাকেট আটা নিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যবসায়ী সমেত আনুমানিক ৪ হাজার ৫০ প্যাকেট আটা উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। রবিবার ধৃত ব্যবসায়ীকে কাকদ্বীপ কোর্টে পেশ করা হবে।
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় সিলিন্ডার ফেটে আহত একাধিক
উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে নানান তথ্য সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। তদন্তকারীদের দাবি, রেশন দুর্নীতির টাকা গিয়েছে ৫০ জনেরও বেশি ব্যক্তির কাছে। রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠ অনেকেই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যে ৫০ জনেরও বেশি ব্যক্তির কাছে ঘুরপথে রেশন দুর্নীতির টাকা যাওয়ার ইঙ্গিত মিলেছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে ওই সন্দেহভাজনদের ব্যাঙ্কের কাগজপত্র-সহ অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত মিললে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। রেশন বণ্টন দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৫ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর। কিন্তু ওইদিন উনি যাননি। আগামী ১৯ জুন আবার অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দেখুন বিস্তারিত খবর