শিলিগুড়ি: রাঙাপানির কাছে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। বুধবার সকাল থেকে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। বুধবার সন্ধ্যায় এনজেপি এডিআরএম অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন ডিআরএম সুরেন্দ্র কুমার।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিআরএস রেল কর্মীদের বক্তব্য রেকর্ড করছেন। মালবাহী ট্রেনটি খুব বেশি গতিতে ছিল। লোকো পাইলটকে গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। রাঙাপানির গেটম্যান ফোন করে দ্রুতগতিতে যাওয়া ট্রেনের কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্যও রেকর্ড করা হয়েছে। এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন এত বেশি গতিতে ট্রেন চলছিল তাও পরীক্ষা করা হবে। সিআরএস আরও লোককে জিজ্ঞাসাবাদ করবে এবং এখনও পর্যন্ত কোনও স্থানান্তর বা সাসপেনশন করা হয়নি। সকলকে জিজ্ঞাসাবাদ করে একটি রিপোর্ট তৈরি করা হবে। তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ডিআরএম।