কলকাতা: সকাল ৭টা থেকে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচনের (Assembly By-Elections ) ভোটগ্রহণ। শেষ হবে বিকেল পাঁচটায়। কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপর শান্তিতে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৪ বিধানসভার উপনির্বাচনে গড় ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ। রাজ্যের চার কেন্দ্রের মধ্যে ভোটদানের হারে এগিয়ে রায়গঞ্জ। এই আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ। তারপরই রানাঘাট দক্ষিণ ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ভোটদানের হার ৬৫.১৫ শতাংশ। সবশেষে মানিকতলা (Maniktala By-Election) বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৫১.৩৯ শতাংশ।
চার কেন্দ্রের ভোটের জন্য ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যেই একের পর এক বুথে ইভিএম বিভ্রাট শুরু হয়েছে। ইভিএম খারাপের খবরে সমস্যা পড়েছেন ভোটাররা। লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। এদিকে একের পর এক জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ আসতে শুরু করে। তার মধ্যে নদিয়া দক্ষিণের হবিবপুর বিন পাড়া প্রাথমিক বিদ্যালয় একটি বুথে ইভিএম খারাপের খবর মিলেছে। ইভিএম খারাপ হওয়ায় বুথে ভোটারদের লম্বা লাইনে দাঁড়াতে হয়। মানিকতলা কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে মক পোলিংয়ের সময় ইভিএম লক হয়ে যায়। ফলে ভোট দিতে এসে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। তবে এদিন মোটের উপর শান্তিপূর্ণ ভোট চার বিধানসভা উপনির্বাচনে।
আরও পড়ুন: সিবিআইয়ের অপব্যবহার, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রাজ্যের জয় দেখছে তৃণমূল