মালদহ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক মালদহ জুড়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙ্গা গ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে, অসুস্থ মুমূর্ষু রোগীকে খাটিয়ায় চাপিয়ে ঘাড়ে করে হাসপাতাল নিয়ে যেতে দেখা গেল দুই যুবককে। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স গ্রামে আসতে চায়নি। কারণ গ্রামের রাস্তার অলস্থা বেহাল। তাই নিজেরাই রোগীকে খাটিয়ায় বেঁধে ঘাড়ে করে ছোটেন হাসপাতালের উদ্দেশে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না রোগীর। মাঝ রাস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বছর ১৯-এর মামনি রায়ের।
আরও পড়ুন: ফাইনালের পরেই আইসিসি-র বোর্ড মিটিং, ৩টি বিষয়ে ব্যাপক জল্পনা
ঘটনার খবর চাউর হতেই লেগেছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির উত্তর মালদহ জেলা সহ-সভাপতি বিনা কীর্তনীয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে বামনগোলা বিডিওর কাছে ওই রাস্তার দাবি তুলেছি। আর যদি পাকা রাস্তা থাকতো তাহলে একটি তরতাজা প্রাণ বেঁচে যেত।