Placeholder canvas
HomeScrollশওকতকে বেনামী নম্বর থেকে খুনের হুমকি ফোন

শওকতকে বেনামী নম্বর থেকে খুনের হুমকি ফোন

ভাঙড়: এবার ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লাকে খুনের হুমকি। মঙ্গলবার একটি অজানা নম্বর থেকে ফোন করে তৃণমূল নেতা তথা বিধায়ক শওকাতকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিন ভাঙড়ে একটি দলীয় কর্মসূচিতে আসার পথে এই হুমকি ফোন আসে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অজানা নম্বর থেকে ফোনস করে শওকতকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। ফোনে তাঁকে বলা হয়, ভাঙড় অথবা ক্যানিংয়ে খুন করে দেব। গতকাল খুন করেছি, তোকেও খুন করে দেব বলে এমনই হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই দেরি না করে পুলিশে দ্বারস্থ হন বিধায়ক শওকত। এসপি, এসওজিকে জানিয়েছেন বলে জানান শওকাত মোল্লা। যদিও এ বিষয়ে মৌখিকভাবে জানানোর পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। কে বা কারা এই ফোন করেছে, তা শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: জগদ্দলে গুলি চলার ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments