বসিরহাট: ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত স্বরূপনগরের নবাবকাটির ১২৭ নম্বর বুথ। অভিযোগ, সোমবার সকালে ভোট দিতে যাচ্ছিলেন কয়েকজন বিজেপি কর্মী। ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাস, লোহার রড দিয়ে বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়ে হামলা চালায়। এই হামলায় অনামিকা মণ্ডল নামে এক বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। তাঁকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। শাসকদলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়।
আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরাল কমিশন
এক গ্রামবাসী বলেন, আমরা বসেছিলাম, আমাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়। আমরা প্রতিবাদ করলে আমাদের উপর লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।