বাঁকুড়া: ভোট পরবর্তী হিংসা। পাত্রসায়ের ব্লকে ভাঙা হল বিজেপির দলীয় কার্যালয়, বিজেপি নেতার বাড়িতে ইট বৃষ্টি। ভোটের পরেও অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বিজেপির অভিযোগ, পাত্রসায়ের নারায়ণপুরে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকী পাত্রসায়ের কাঁকরডাঙা সংলগ্ন এলাকায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তমালকান্তি গুইয়ের বাড়িতে ইট বৃষ্টি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতার বাড়িতে হামলার একটি সিসিটিভিয় প্রকাশে এনেছে বিজেপি নেতৃত্ব।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তমাল কান্তি গুই জানান, তাঁর বাড়িতে হামলা চালায় এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারা আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যেই থানায় জানানো হয়েছে বিষয়টি। পুলিশ এর ব্যবস্থা করুক।
আরও পড়ুন:তারাপীঠে পুজো দিয়ে তিহারে অনুব্রতর সঙ্গে দেখা করবেন, জানালেন শতাব্দী
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে এই তৃণমূল কংগ্রেস । সারা ভারতবর্ষে জুড়ে নির্বাচন হয়েছে কোথাও সন্ত্রাস নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকজন বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্য়ায় জানান, জয়ের আনন্দে মদ খেয়ে নিজেরাই এই ধরনের কাজ করেছে। এছাড়াও এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ধরনের কালচার সঙ্গে তৃণমূল বিশ্বাসী নয়। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
দেখুন আরও অন্যান্য খবর: