Friday, July 18, 2025
Homeরাজ্যভোট শেষ হওয়ার দুঘন্টার মধ্যেই বিজয় মিছিল তৃণমূল--বিজেপি
Loksabha Election 2024

ভোট শেষ হওয়ার দুঘন্টার মধ্যেই বিজয় মিছিল তৃণমূল–বিজেপি

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই রাজনৈতিক দল

Follow Us :

কোচবিহার: ভোট (Loksabha Election 2024) শেষ হওয়ার দুঘন্টার মধ্যেই কোচবিহারের (CoochBehar) বিজয় মিছিল করল তৃণমূল এবং বিজেপি। দু’দল নিজেদের জয় নিশ্চিত ভেবেই করল মিষ্টিমুখ, অনেকেই আবার আবির খেলাতে মাতলেন। ভোট ভালো হয়েছে। বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। বাজি ফাটালো কর্মী সমর্থকরা।জেলা কার্যালয়ের সামনে ঢাকঢোল পিটিয়ে, বাজি ফাটানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নির্দেশে ও নেতৃত্বে কোচবিহারে তৃণমূল কর্মীদের বিজয় উল্লাস। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে কোচবিহারের নেতারা আগাম সমাজমাধ্যমে ঘোষণা করে দেন বিজয় মিছিলের কথা। আর তারপরেই তৃণমূল কর্মীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মানুষের রায় আমাদের কাছে পরিষ্কার। কোচবিহারের বিজেপির সম্পাদক বিরাজ বসু বলেন, মানুষ জবাব দিয়েছে। জয়ের ব্যাপারে আমরা ১০০ শতাংশ আশাবাদী। এ জন্য আমরা মিষ্টিমুখ করলাম, বাজি পোড়ালাম।

ভোটপর্ব শেষ হতে না হতেই পুনরায় উত্তপ্ত শিতলকুচি। সন্ধ্যার আধার নামতেই শিতলকুচি কলেজের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূল বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। যদিও ঘটনার খবর পেয়েই দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তবে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রয়েছে এলাকা। একদিকে দুই দলের বিজয় মিছিল, অন্যদিকে হামলা। ভোটের দিন বিজয়মিছিল নজিরবিহীন। কোচবিহার, আলিপুরদুয়ার দুই কেন্দ্রেই তৃণমূল করেছে।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39