ওন্দা: হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে বিক্ষোভে সামিল তৃণমুল ও বিজেপি। বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূলের একটা অংশের দাবি, টাকার বিনিময়ে দলের ব্লক সভাপতি ও বিজেপি বিধায়কের যোগসাজসে ২৮ জনকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বেআইনিভাবে নিয়োগের বিরুদ্ধে বুধবার রাস্তা অবরোধ শুরু করেন। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে রাজনৈতিক তর্জা শুরু।
মঙ্গলবার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ঠিকাদার সংস্থার অধীনে ২৮ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। এই নিয়োগের পর থেকেই ওন্দা ব্লকে তৃণমূলের একটা অংশ ক্ষোভে ফুঁসতে শুরু করে। বুধবার সকালে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের একটা অংশ। আন্দোলনকারী তৃণমূল কর্মীদের দাবি, টাকার বিনিময়ে অবৈধভাবে এই নিয়োগ হয়েছে। অভিযোগ, ওন্দা ব্লক সভাপতি ও ওন্দা বিজেপি বিধায়ক যোগসাজসে এই নিয়োগ হয়েছে। স্বচ্ছভাবে নিয়োগ করা হোক এই দাবি নিয়ে সরব হয়েছে তৃণমূলের একটা অংশ।
আরও পড়ুন: জেসিবির ধাক্কায় মৃত্যু ছাত্রের, বিক্ষোভ স্থানীয়দের
অন্যদিকে, বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ওন্দা চৌমাথায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে তৃণমূল অবৈধভাবে নিয়োগ করেছে। স্বচ্ছভাবে নিয়োগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তিনি অস্বীকার করেন।
দেখুন আরও অন্যান্য খবর: