কলকাতা: রাজ্য সরকারের সব প্রকল্পের সুবিধা নিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP Candidate Rekha Patra), অভিযোগ তৃণমূলের। শাসকদলের অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড রয়েছে। এমনকি লক্ষ্মী ভান্ডার পান বিজেপি প্রার্থী। এখন তিনি রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরোধীরা করে পথে নেমেছেন। বৃহস্পতিবার দলের তৃণমূলের এক্স হ্যান্ডেলে আক্রমণ করার পাশাপাশি তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ট্যাগ করা হয়েছ। সমাজমাধ্যমে রেখার নামের স্বাস্থ্যসাথী কার্ডটিও পোস্ট করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু রেখা পাত্রের নামে নির্বাচন কমিশনে অভিযোগ জানান।
বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র যে আন্দোলন রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঠিক তখনই লোকসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে চমক দিলেন বিজেপি নেতৃত্ব অর্থাৎ সন্দেশখালি ভূমি কন্যা এবং আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের (BJP Candidate Rekha Patra) সঙ্গে ফোন করে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার থেকে লোকসভা ভোটের প্রচারের নেমেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পায় রেখা পাত্র সেই প্রমাণ স্যোশাল মিডিয়ায় প্রকাশে এনেছে শাসকদল। বিজেপি প্রার্থীর নামে ওই কার্ড এবং তার বিস্তারিত তথ্য ফেসবুকে ফাঁস করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু। দুয়ারে সরকার শিবিরে গিয়ে আবেদন করে রেখা পাত্র স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েছে বলে তৃণমূলের দাবি। আর তা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। পোস্ট করা রেখার সব যোগাযোগের তথ্য, ব্যাঙ্কের তথ্য–সহ আরও অনেক কিছুই রয়েছে। যা অস্বীকার করার জায়গা নেই।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের
বিজেপি বারবার অভিযোগ তুলেছে তৃণমূলের আমলে মহিলারা সুরক্ষিত নয়। মমতার সরকার মহিলাদের কথা ভাবে না। সন্দেশখালিকে নিয়ে নির্বাচনের ঝড় তুলবে ভেবে ছিল বিজেপি। কিন্ত এই তথ্য সামনে আসায় সেখানেই পাল্টে গেল ছবি খোদ বিজেপির মহিলা প্রার্থীর রাজ্য সরকারের সব সরকের সুবিধা পাচ্ছেন। এখন কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের নির্বাচনী প্রচারের এটা বড় ইস্যু তা বলার অপেক্ষা রাখে না।
অন্য খবর দেখুন