কুলতলি: হরিনাম শুনতে আশায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কুলতলি থানার সোনাটিকারি এলাকায়। ঘটনায় উভয় পক্ষের ছ’জন গুরুতর আহত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় সোনাটিকারি এলাকায় বিজেপির তরফে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মী ও কংগ্রেস কর্মী সমর্থকেরা হরিনাম শুনতে যান। সেখানে যাওয়া মাত্রই তৃণমূল সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ৫ জন তৃণমূল কর্মী সমর্থক ও ১ জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর জখম হন। তাঁদেরকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রকল্পের কাজ বন্ধের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
যদিও বিজেপির তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। তাদের অভিযোগ, সাধারণ গ্রামবাসী এই হরিনাম সংকীর্তন আয়োজন করেছিল সেখানে তৃণমূলের কয়েকজন এসে নাম সংকীর্তন বন্ধ করতে চেয়েছিল। সেখানেই গ্রামের মহিলাদের সঙ্গে বিবাদ-হাতাহাতি হয়েছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি গেরুয়া শিবিরের।