নদিয়া: তোলা না দেওয়াই কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত নলুয়াপাড়ায় স্থানীয় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর। বুধবার যেখানে সদ্য শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন, সেখানে দাঁড়িয়ে নদিয়ার কৃষ্ণনগর নলুয়া পাড়ার বাসিন্দা ওরফে তৃণমূল বুথ সভাপতি সৌমিত্র সাহার বাড়ি লক্ষ্যে করে গভীর রাতে ইটবৃষ্টি চালায় কয়েকজন দুষ্কৃতী।
জানা গিয়েছে, কৃষ্ণনগরের ১৪ নম্বর ওয়ার্ডের ৭৬ নম্বর বুথের বুথ সভাপতি সৌমিত্র সাহা দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা করেন। আর এই জমি কেনাবেচার মধ্যে দিয়ে তিনি ১ থেকে ২ লক্ষ্য টাকা তোলা দিতে না পারায় গতকাল গভীর রাতে অতর্কিতে তাঁর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা ইটবৃষ্টি ও রীতিমতো বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। গোটা ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন সৌমিত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে সৌমিত্রর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন পুলিশ।
আরও পড়ুন: হিন্দু ধর্ম নিয়ে বিষ ছড়াচ্ছেন রাহুল, অভিযোগ আরএসএসের মুখপত্রে
একদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে তৃণমূল ও বিজেপি। এই ঘটনার পর আতঙ্ক গ্রাস করেছে তৃণমূল বুথ সভাপতির গোটা পরিবারকে। রাতের অন্ধকারে কারা এই ঘটানা ঘটাল, কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: