
কোচবিহার: ভোটের (Lok Sabha Election) আগে তপ্ত দিনহাটা (Dinhata)! মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং তৃণমূল কর্মী, সমর্থকদের উপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে দিনহাটায় চলছে ২৪ ঘণ্টার বন্ধ (24 Hrs Bandh Dinhata)। এদিন সকাল থেকে রাস্তা পুরো শুনশান, খোলেনি দোকানপাট, বাজারহাট। রাস্তায় দেখা মেলেনি গাড়ি টোটো রিকশার। এক কথায় তৃণমূলের ডাকা বন্ধে ভালোই সাড়া পড়েছে দিনহাটায়। রমজান ও সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে বনধের সময়সীমা ২৪ ঘন্টা থেকে কমিয়ে ১০ ঘন্টা করল তৃণমূল। তৃণমূল নেতা উদয়ন গুহ ঘোষণা করেন এদিন বিকেল চারটে বনধ হবে। অন্য দিকে, নিশীথ-সহ বিজেপির ৪৫ জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল। এই গন্ডগোলের রাজ্য পুলিশেরর কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উদয়ন চ্যালেঞ্জ করে বলেছেন, রাজ্যপাল যদি গন্ডগোলের ঘটনায় তাঁর হাত রয়েছে বলে দেখতে পান, তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।
মঙ্গলবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা শহর। উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) জন্মদিন ছিল। জন্মদিন পালন করার জন্য দিনহাটা চৌপতি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Nishith Pramanick) তার নির্বাচনী প্রচারকার্য সেরে যখন সেই রাস্তা দিয়ে আসেন তখন তাঁর নিরাপত্তা রক্ষীরা আচমকাই তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। আর তার ফলেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাঁধে জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষ রুখতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ-আহত হন একাধিক ব্যক্তি। পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হন। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের
দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন বলেন, পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে ওরা। আমার জন্মদিন উপলক্ষে কর্মীরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচমকা আমাদের দলের কর্মীদের উপর হামলা করেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ ভাবে রাস্তা দিয়ে আসছিলেন। হঠাৎ তাঁর কনভয়ে ইট-পাটকেল নিয়ে আক্রমণ করে তৃণমূল। মন্ত্রী উদয়ন গুহকে দেখলাম আমাদের কর্মীদের জামার কলার ধরছেন! পুলিশকে বলছেন, ওদের মারও। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ বুধবার ২৪ ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক দেয় তৃণমূল। এদিন সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল। শুনশান হয়ে রয়েছে রাস্তাঘাট। খুব কম মানুষজন রাস্তায় বেরিয়েছেন। রাস্তা নেমেছে হাতোগোনা কয়েকটা গাড়ি। পাল্টা বুধবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করার কর্মসূচির বিজেপির।
অন্য খবর দেখুন