খাতড়া: ইতিমধ্যে আমরা জিতে গিয়েছি। এখন জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য। বৃহস্পতিবার খাতড়া মহকুমাশাসক দফতরে মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন তালডাংরা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তাঁর আরও দাবি, বিরোধীদের তো মাঠে-ময়দানে দেখাই যায় না। কিন্তু তৃণমূল নেতা-কর্মীরা ২৪ ঘণ্টা ৩৬৫ দিন মানুষের পাশে থাকেন। ফলে জয় নিয়ে তিনি বিন্দুমাত্রও ভাবিত নন বলেই দাবি ফাল্গনীর।
ফাল্গুনীর অন্যতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীকে নিয়ে কোনও মন্তব্য না করলেও বিজেপি প্রার্থীকে আক্রমণ করার সুযোগ হাত ছাড়া করতে চাননি। এদিন তিনি বলেন, উনি নিজেকে যতই ভূমিকণ্যা বলে দাবি করুন না কেন, উনি কী কাজ করেছেন এই এলাকার জন্য তা আগে বলুক। তাহলেই বিষয়টি পরিস্কার হবে।
আরও পড়ুন: ক্রমশ এগোচ্ছে দানা, মধ্যরাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত
এদিন প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে অসংখ্য কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে খাতড়া মহকুমাশাসকের দফতরের সামনে পৌঁছন তৃণমূল প্রার্থী। পরে সেখান থেকে পায়ে হেঁটে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন ফাল্গুনীর সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্ত্তী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, সুজাতা মণ্ডল, তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়, ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান প্রমুখ।
দেখুন আরও অন্যান্য খবর: