কলকাতা: বাগদা বিধানসভা উপনির্বাচনে সপ্তম রাউন্ড শেষে ১৪ হাজার ৫৫৩ ভোট এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। রাজনীতির ময়দানে প্রথমে নেমেই ছক্কা হাঁকালেন মধুপর্ণা। ইতিমধ্যে তাঁকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছাস শুরু হয়েছে। এখনও বেশ কয়েকটি রাউন্ড গণনা বাকি। সেই ব্যবধান আরও বাড়বে না কমবে, সেদিকেই তাকিয়ে সকলে।
এই ফলাফলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধুপর্ণা বলেন, আগে থেকেই এই জয় আমাদের নিশ্চিত ছিল। এই জয় বাগদাবাসীদের জয়। মানুষ বুঝেছে, বিজেপিকে দিয়ে হবে না। দিদি ছাড়া উন্নয়ন হবে না। তাই এই রায়। আরও মিরাক্কেল হবে।
বাংলার চার কেন্দ্র ছাড়া দেশের আরও ছটি রাজ্যের নটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়েছে। শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতেও শুরু হয়েছে গণনা। এ রাজ্যে গণনা শুরু হওয়ার পর থেকেই চার কেন্দ্রে এগিয়ে তৃণমূল।
সদ্য লোক সভা ভোট শেষ হয়েছে। সেই রেষ কাটতে না কাটতেই রাজ্যে চার বিধানসভা ছাড়াও ছটি রাজ্যের নটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের গণনা চলছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বুধবার। আজ অর্থাৎ শনিবার ফল ঘোষণা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। এই তিন কেন্দ্রে ২০২১ সালে বিজেপি জিতেছিল। মানিকতলায় জিতেছিল তৃণমূল। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবার ভোট হয়েছে।
আরও পড়ুন: ৭ রাজ্যে ১৩ উপনির্বাচন, NDA vs INDIA কোন সিটে কে এগিয়ে?
এদিন গণনা শুরুর পর থেকেই চারটি কেন্দ্রেই দাপট দেখাচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী, সপ্তম রাউন্ড গণনার শেষে রানাঘাট দক্ষিণ বিধানসভায় ২৬ হাজার ৮৩৬ ভোটে এগিয়ে তৃণমূল। মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে এগিয়ে। পঞ্চম রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট ২২ হাজার ০৭১।
বাংলার চার কেন্দ্র ছাড়া দেশের আরও ছটি রাজ্যের নটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়েছে। শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতেও শুরু হয়েছে গণনা। তালিকায় রয়েছে বিহারের একটি কেন্দ্র, হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্র, উত্তরাখণ্ডের দুটি কেন্দ্র এবং মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং তামিলনাড়ুর একটি করে কেন্দ্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণনার শুরুতে বিহারের রুপাউলিতে জনতা দল, হিমাচল প্রদেশের দেহরায় কংগ্রেস, হামিরপুরে বিজেপি, নালাগড়ে কংগ্রেস, পঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টি, উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথে কংগ্রেস, মধ্যপ্রদেশের অমরওয়ারায় কংগ্রেস এগিয়ে রয়েছে। তামিলনাড়ুর ভিকরাভাণ্ডিতে এগিয়ে ডিএমকে।
দেখুন আরও অন্যান্য খবর: