ভাটপাড়া: তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার তৃণমূলের পুরপিতা। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত ধরলেন ভাটপাড়া পুরসভা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় সহ তাঁর অনুগামীরা। বৃহস্পতিবার জগদ্দলে মজদুর ভবনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগদান করেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান, দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক কর্মী সত্যেন রায়। তাঁর উপরেই হামলার ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। সত্যেনকে আমি বলেছিলাম, বিজেপিতে যোগদান করতে। আমার কথা রেখেছে তাতে আমি খুব খুশি। এদিকে সত্যেনের বিজেপিতে যাওয়া নিয়ে মুখ খুললেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, সত্যেন যাওয়াতে আমার মন খারাপ। আমার ভালো বন্ধু ছিল। রাজনৈতিক মতবিরোধ হতে পারে এত তাড়াতাড়ি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে।
আরও পড়ুন: ২টি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের