জলপাইগুড়ি: মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। মালবাজারের তৃণমূলের এই নেতাকে দল থেকে সাসপেন্ড করায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ সাংবাদিক সম্মেলন করে বলেন, মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই তাঁকে দল সাসপেন্ড করছে।
তিনি আরও বলেন, পুরসভার আর্থিক তছরূপের অভিযোগ আদালতেও গড়িয়েছে। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এ কারণেই দল তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। মালবাজার পুরসভার স্বপন সাহার বিরুদ্ধে পুরসভার কাজ করিয়ে ঠিকাদারকে টাকা না দেওয়ার অভিযোগে রুল জারিও করা হয়েছে কোলকাতা হাইকোর্ট। দলের কাছে নানান অভিযোগ জমা পড়েছিল।
আরও পড়ুন: পুলিশ আসার আগে যা করার করুন, পঞ্চায়েতের নিদানে মহিলাকে গণপিটুনি