কলকাতা: তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যোগ দিতে, ওয়াশিং মেশিন সঙ্গে নিয়ে সল্টলেক থেকে রওনা দিল সমর্থকরা। বিধান নগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তাঁরা।
অভিযোগ, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা, প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। যার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিটিংয়ে অংশ নিতে, বিধান নগরের ৩৮ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বে রবিবার সকালে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল সমর্থকরা। তাদের সঙ্গে রয়েছে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে লেখা ‘মোদী গ্যারান্টি’।
আরও পড়ুন: রবিবার ব্রিগেডে জনগর্জন তৃণমূলের, ভিড় জমছে কর্মী-সমর্থকদের
৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের দাবি, তৃণমূল নেতৃত্ব বারবারই বলেছে বিজেপিতে গেলেই তাদের সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাই প্রতীকী হিসেবেই ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তারা। এর পাশাপাশি সেখানকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়েই রওনা দিল ব্রিগেডের উদ্দেশে।
দেখুন আরও অন্যান্য খবর: