কলকাতা: সন্দেশখালির গোটা ঘটনার পিছনে শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র রয়েছে বলে তৃণমূলের দাবি। এর জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বাংলার শাসকদল। একইসঙ্গে বুধবার বাঁকুড়ায় শুভেন্দু মহিলাদের বিরুদ্ধে যে অশালীন শব্দ ব্যবহার করেছেন, তারও প্রতিকার চায় তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ দিল্লিতে নির্বাচন কমিশনের হাতে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে চিঠি তুলে দেন। পরে সাগরিকা সাংবাদিকদের বলেন, এখন বোঝা যাচ্ছে, সন্দেশখালির ঘটনা পুরোপুরি সাজানো। এর জন্য শুভেন্দু দায়ী। তিনিই পরিকল্পনা করে ঘটনা সাজিয়েছেন। সন্দেশখালির মহিলাদের একের পর এক ভিডিও সামনে আসায় বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে।
এদিকে শুভেন্দু এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর মনোনয়নপত্র দাখিলের সময় হাজির ছিলেন। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা এই সব নকল ভিডিও বাজারে ছাড়ছেন। আসলে রেখা পাত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন।
আরও পড়ুন: শ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভির ফুটেজ সাধারণ মানুষকে দে্খাল রাজভবন
বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এক ভার্চুয়াল সভায় অভিষেক বলেন, সন্দেশখালিতে বিজেপির বেলুন আলপিনের খোঁচায় চুপসে গিয়েছে। আবহাওয়া খারাপ থাকায় এদিন তাঁর হেলিকপ্টার উড়তে পারেনি। তাই অভিষেক ভার্চুয়াল সভা করেন। তিনি বলেন, যে আইপিএস অফিসারের মদতে ২০২১ সালে কোচবিহারের শীতলকুচিতে গুলি চলেছিল, বিজেপি তাঁকে বীরভূমে প্রার্থী করতে চেয়েছিল।
দেখুন আরও অন্যান্য খবর: