skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollকেষ্ট-কাজল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নানুর
TMC Inner Clash

কেষ্ট-কাজল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নানুর

Follow Us :

বীরভূম: অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে অশান্ত নানুর। পুজোর মরশুমে কেষ্ট-কাজল দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত নানুরের খুঁটিটিপাড়া। উভয়পক্ষের জখম বেশ কয়েকজন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ বাহিনী।

২ বছর জেলবন্দি ছিলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ২৪ মাস জেলায় না থাকায় ভিটে হারিয়েছে তাঁর অনেক অনুগামী। অক্সিজেন ভোগাতে আশ্রয় নিতে হয়েছিল অন্যত্র। অনুব্রত জেলায় ফিরতেই হালে পানি লেগেছে কাজল বিরোধীদের।

আরও পড়ুন: কাঠের মণ্ডপে ৩১৬ বছরের পুজো মিত্র মুস্তাফি পরিবারে

অনুব্রত গোষ্ঠীর অভিযোগ, নানুর থানার খুজুটি পাড়া গ্রামে তাঁদের দলীয় কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। যদিও পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করে পাল্টা কেষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দেগেছেন কাজল অনুগামীরা। তাঁদের অভিযোগ, শান্ত নানুরকে অশান্ত করার চেষ্টা করছে আব্দুলকরিম খানের অনুগামীরা। তাঁর উস্কানিতেই নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এলাকায়। তাঁদের কর্মীদের মারধর করা হচ্ছে বলেও পাল্টা অভিযোগ করে কাজল গোষ্ঠী। সব মিলিয়ে নতুন করে আবারো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত পরিবেশ।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular