বীরভূম: কোনও সমন্বয়ের অভাব নেই। আমাদের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে মিটিং হবে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশের পর পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। সোমবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব অনুব্রতকে নির্দেশ দিয়েছেন, কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে চলার। তারপরেও মঙ্গলবার বীরভূমে অনুব্রত মণ্ডলের তিনটি বিজয়া সম্মিলনীতে দেখা গেল না কাজল শেখকে। ঘোষণা অনুযায়ী, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল সোমবার জেলার রাজনগর, ইলামবাজার এবং বোলপুর, এই তিনটি ব্লকে বিজয়া সম্মিলনী করেন। তাৎপর্যপূর্ণভাবে শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরও একটিও বিজয়া সম্মিলনীতে দেখা যায়নি কাজলকে।
কাজল অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া কোর কমিটির সঙ্গে আলোচনা না করেই অনুব্রত ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী করছেন। জানানো প্রয়োজনও মনে করেননি। নেত্রীর নির্দেশের পরও সপ্তাহে কোর কমিটির একটি করে বৈঠক হওয়ার কথা, তাও হচ্ছে না। ইলামবাজার ব্লকে, অনুব্রতর পাশে বসে কোর কমিটির আহ্বায়ক তথা তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, আমাদের মধ্যে কোনও সমন্বয়ের অভাব নেই। বীরভূমের অভিভাবক, জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই মিটিং হবে।
আরও পড়ুন: ফের ভাঙন বিরোধী শিবিরে, তৃণমূলে যোগ শতাধিক নেতাকর্মীর
অনুব্রতর নেতৃত্বে যদি বীরভূম জেলার তৃণমূল দল চলে, তাহলে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তৃণমূলের কোর কমিটির কোনও অস্তিত্ব রইল না। নাকি জেলা সভাপতি কেষ্ট আগের মত তাঁর নেতৃত্বেই বীরভূমে তৃণমূল দল চলবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
দেখুন আরও অন্যান্য খবর: