দুর্গাপুর: আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার দুর্গাপুরে তৃণমূলের দু’পক্ষের ঝামেলার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দু’গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে প্রথম বচসা করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক গোষ্ঠীর লোকজন নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা একটি পার্কিং জোনের কাছে তৃণমূল পার্টি অফিসে বসে থাকা একজনকে মারধর করে বলে অভিযোগ ওঠে। ঠেলাঠেলি করে পাল্টা আর এক গোষ্ঠীর কয়েকজনকে ভাঙচুর করে এক তৃণমূল কর্মীর স্কুটি। এই অভিযোগে মারধর করা হয় তাঁদেরকে। দু পক্ষ আজ কোকওভেন থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেয় তড়িঘড়ি।
আরও পড়ুন: রেলের কর্তব্যরত ২ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ
ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা সংলগ্ন পিসিবিএল কারখানা সংলগ্ন এলাকা। দোষীদের গ্রেফতারের দাবিতে পার্টি অফিসের সামনে স্লোগান শুরু করে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন।