বহরমপুর: বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখল করল তৃণমূল। বেলডাঙা ২ ব্লকের রামনগর বাছরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান রিঙ্কু ঘোষ, কংগ্রেসের উপপ্রধান রূপচাঁদ শেখ সহ মোট আটজন সদস্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বুধবার রাতে বহরমপুর দলীয় তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মুর্শিদাবাদ তৃণমূল সাংসদ আবু তাহের খান সহ বরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ও অন্যান্যরা।
২২ আসন বিশিষ্ট ওই গ্রাম পঞ্চায়েত বিজেপি ও কংগ্রেস জোট হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। ওই পঞ্চায়েতে তৃণমূলের মোট পাঁচজন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজন দল ছেড়ে ওই জোটে ঢুকেছিলেন। বাকি ৩ সদস্য রয়েছেন তৃণমূলে। বুধবার আরও ৮ জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এল বলে জানিয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। এলাকায় উন্নয়নের জন্যই বিজেপি ও কংগ্রেস ছেড়ে ওই ৮ সদস্য তৃণমূলের যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। স্বেচ্ছায় দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান বিজেপি প্রধান রিঙ্কু ঘোষ।
আরও পড়ুন: তৃণমূলের মুখপাত্র তালিকা সরানো হল শান্তনু সেনকে