অশোকনগর: অশোকনগরের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কু-কথা। মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে বিকৃত ছবি করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দিলেন তৃণমূল নেতা অতীশ সরকার। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দিয়েছিলেন। কিন্তু কাকতালীয়ভাবে তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নীচু তলার তৃণমূল কর্মী তথা নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এবার সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। আরজি কর কাণ্ডের দোষীদের ফাঁসি দাবিতে চলছিল প্রতিবাদ সভা। সেখানেই বক্তব্য রাখতে ওই তৃণমূল নেতা বলেন, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে আপনার বাড়ির মা-বোনের ব ছবি বিকৃত করে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব। তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন: সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশন
এই বক্তব্যের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন। অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলরের স্বামী। যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী। pic.twitter.com/dSJaf4YJGZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 1, 2024
দেখুন আরও অন্যান্য খবর: