জলপাইগুড়ি: টোলগেটে গাড়ি আটকে তোলা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাহুল আলি। রাজগঞ্জ ব্লকের (INTTUC) ব্লক সভাপতি সলেমান মহম্মদের ছেলে ধৃত রাহুল আলি। শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করছে রাজগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে রাজগঞ্জে জাতীয় সড়কে টোল গেটের পাশে একটি শুকর বোঝাই ট্রাক আটকে তোলা চায় এই রাহুল। গাড়ির চালক জানিয়েছেন, তার সমস্ত কাগজ বৈধ রয়েছে। সে কোনও তোলা বা টাকা দেবেন না। এর পরেই তৃণমূল নেতার ছেলের দাদাগিরি শুরু হয় বলে অভিযোগ। খবর পেয়ে রাজগঞ্জ থানায় পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাহুল আলিকে গ্রেফতার করে। এই এলাকায় দীর্ঘদিন থেকে তোলাবাজি অভিযোগ উঠেছিল কিন্তু এতোদিন পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অবশেষ প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হওয়ায় জেলাজুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তভারও CBI-কে দিল কলকাতা হাইকোর্ট