মালদহ: তৃণমূল-বিজেপি প্রার্থী একযোগে একে অপরের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানাল নির্বাচন কমিশনে (Election Commission)। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর (BJP candidate Khagen Murmu) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Prasun Banerjee)।
মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে সাহায্য পুলিশ-প্রশাসনের একাংশের। গতকাল অভিযোগ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করেছে পাল্টা মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি প্রার্থী মিথ্যাচার করছেন। প্রচারের নামে ব্যাক্তিগত আক্রমণ করছেন। মালদহ জেলায় এক সাংবাদিক বৈঠক করে খগেন মুর্মুর বিরুদ্ধে এই অভিযোগ করেন তৃণমূল প্রার্থী।বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন করিশনে। মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের।
আমি কোনও নির্বাচনী বিধিভঙ্গ করিনি, সত্যি কথাই বলেছি, পাল্টা খগেন মুর্মু।
আরও পড়ুন: বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে
এদিকে প্রসূনের এই অভিযোগের ভিত্তিতে পাল্টা বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে খগেন মুর্মু বলেন, পুলিশ প্রশাসন তৃণমুলের দলদাসে পরিণত হয়েছে। আমি কোন নির্বাচন বিধি ভাঙিনি। কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ প্রসূন বন্দোপাধ্যায় নিজে করেছে নির্বাচন বিধি তিনি ভেঙেছেন। খগেন মুর্মু বলেছেন, জেলার বেশ কিছু আধিকারিকেরা তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূনের পক্ষে নির্বাচনের কাজ করছেন। এই সমস্ত আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না। মালদহ জেলার ১০ প্রশাসনিক কর্তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেছিলেন খগেন। খগেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি তৃণমূল কংগ্রেসের।
অন্য খবর দেখুন