কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) ফের অস্বস্তিতে শাসকদল তৃণমূল (TMC)। ভয়াবহ ধর্ষণ-খুন কাণ্ডের পরপরই মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। পরে অবশ্য সেই বক্তব্য থেকে পিছিয়ে আসেন তিনি। কিন্তু এবার একেবারে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের জহর সরকার (Jawhar Sircar)। এমনকী রাজনীতি ছেড়ে দিতে চেয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) লেখা চিঠিতে জহর বলেন, “আমি গত এক মাস ধৈর্য ধরে আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে।”
আরও পড়ুন: নয়া কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারী চিকিৎসকরা
তৃণমূল সাংসদ মনে করেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ‘রাজনৈতিক’ অভিসন্ধি বলে আখ্যা দেওয়া উচিত নয়। চিঠিতে তিনি লিখলেন, “আমার বিশ্বাস, এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। এঁরা কেউ রাজনীতি পছন্দ করেন না। শুধু একবাক্য বিচার ও শাস্তির দাবি তুলেছেন।”
প্রসঙ্গত, স্বয়ং মুখ্যমন্ত্রী এই আন্দোলনের পিছনে বাম-বিজেপির হাত থাকার কথা বলেছিলেন। এমনকী এও বলেছিলেন, যদি আরজি কর কাণ্ডের জেরে তাঁর পদত্যাগ করার দাবি ওঠে তাহলে, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনায় সেখানকার মুখ্যমন্ত্রীদের পদত্যাগ দাবি করা হবে না কেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন মমতা।
দেখুন অন্য খবর: