কলকাতা: গত আট মাস ধরে জেলবন্দি শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালি ১ ব্লকের তৃণমূল সভাপতি পদে ছিলেন শাহজাহান। এবার সেই পদ খোয়ালেন তিনি। সন্দেশখালি ১ ব্লকের নতুন তৃণমূল সভাপতি হলেন মিজানুর রহমান (Mizanur Rahman)। আগে তিনি একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। বর্তমানে পঞ্চায়েত সদস্য। অন্যদিকে, সন্দেশখালি ২ ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ মল্লিক (Dilip Mallick)-কে। বর্তমানে তিনি সন্দেশখালি ২ ব্লকের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ।
তৃণমূল সূত্রে খবর, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এলাকা পরিদর্শনের পরেই মিজানুর রহমান এবং দিলীপ মল্লিকের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবেই সম্মতি দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় সন্দেশখালি ১ এবং ২ ব্লকের নতুন সভাপতিদের নাম।
আরও পড়ুন: হাজিরা দিচ্ছেন না তৃণমূল সাংসদ, দেখালেন কোন কারণ?
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তারপর একই মামলায় ইডি হানা দেয় শাহজাহানের বাড়িতে। ১৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন শিবু হাজরা। ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার হন শাহজাহান। তারপর থেকেই শূন্য ছিল সন্দেশখালি ১ এবং ২ ব্লকের সভাপতির পদ। অবশেষে, সেই দুই ব্লকের সভাপতি পেল তৃণমূল।
আরও খবর দেখুন