বীরভূম: লোকসভা নির্বাচনে বীরভূমে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির কাছে পরাজয় তৃণমূলের। ওই দুই অঞ্চলের অঞ্চল সভাপতিকে তৃণমূল অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল। প্রকাশ্য কর্মীসভা থেকে ঘোষণা করলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ।
বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভার দুটি অঞ্চল কীর্নাহার ১ এবং দাসকল গ্রাম ১। এই দুটি গ্রাম পঞ্চায়েত থেকেই বিজেপির কাছে পরাজয় তৃণমূলের। কীর্নাহার ১ নম্বর অঞ্চল থেকে ৭৭৪টি ভোটে হার তৃণমূলের। পাশাপাশি দাসকলগ্রাম ১ নম্বর অঞ্চল থেকে ১ হাজার ৫০০ ভোটে হার হয়েছে তৃণমূলের।
আরও পড়ুন: সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল কেন্দ্র
বুধবার কীর্নাহার কল্লোল ভবনে জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ নানুর বিধানসভার ১৭টি অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক করেন। দলীয় বৈঠকে কাজল শেখ কীর্নাহার ১ অঞ্চলের তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ দাস এবং দাসকলগ্রাম এক নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি প্রভাত দাসকে তৃণমূল অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দিল।
দেখুন আরও অন্য়ান্য খবর: