কলকাতা: কুণাল ঘোষকে শো-কজ চিঠি তৃণমূলের। সোমবার সকালেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে কুণালের হাতে। এদিন কুণাল আর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিদ্রোহী তাপস রায়ের বউবাজারের বাড়িতে গিয়েছিলেন তাঁর মান ভাঙাতে। কিন্তু তাতে বরফ গলেনি। তিনি কুণালদের জানিয়ে দেন, তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত। তারপরেই তাপস বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র তুলে দেন। কুণালরা বাড়ি থেকে চলে যাওয়ার পর তাপস বলেন, কুণালরা এসেছিল। ওরা আমাকে ভালোবাসে। শুনলাম, আজই কুণালকে শো-কজ করেছেন সুব্রত বক্সি।
কুণাল অবশ্য দুপুর দুটো পর্যন্ত ওই শো-কজ চিঠি নিয়ে কোনও কথা বলেননি। সোশ্যাল মিডিয়াতেও তিনি কোনও পোস্ট করেননি। শনিবার কুণাল উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন। এক্স হ্যান্ডেলে তিনি সুদীপকে গ্রেফতারেরও দাবি তোলেন পুরনো একটি ঘটনার সূত্রে। সেই পোস্টে কুণাল ইডি এবং সিবিআইকে ট্যাগ করেন। সূত্রের খবর, কুণালের কাছে রাজ্য সভাপতি জানতে চেয়েছেন, কেন তিনি সুদীপের গ্রেফতারের দাবি তুলেছেন এবং কেন ওই পোস্টে ইডি, সিবিআইকে ট্যাগ করেছেন। কুণাল তার আগেই দলীয় মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। শনিবার ওই পোস্ট নিয়ে কুণাল কোনও কথা বলতে চাননি। তিনি বলেন, উপরওয়ালার নির্দেশে আমার মুখ বন্ধ। ওই পোস্ট নিয়ে সাংবাদিকরা আমার মুখ দিয়ে একটি শব্দও বলাতে পারবেন না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভায় বাস না দেওয়ার হুমকি তৃণমূল নেতার, অভিযোগ বিজেপির
শনিবারই শাসকদলের শীর্ষ নেতৃত্ব কুণালের দলীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফাপত্র গ্রহণ করেন। তবে সাধারণ সম্পাদকের ইস্তফা গ্রহণ করেনি দল। রাতে কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, আমি দুটি পদ থেকেই ইস্তফা দিয়েছি। কিন্তু শুনলাম, আমার মুখপাত্র পদের ইস্তফা গৃহীত হয়েছে। আমি চাই, সাধারণ সম্পাদকের পদের ইস্তফাপত্রও গ্রহণ করা হোক। ওই পদেও আমি থাকব না।
এর আগে দলের প্রতিষ্ঠা দিবসের সময় দলের অন্দরে নবীন-প্রবীণ ইস্যুতে কুণালের সঙ্গে দলের রাজ্য সভাপতির বিরোধ দেখা গিয়েছিল। সেই সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের একটু দূরত্ব তৈরি হয়েছিল। অভিষেক সম্পর্কে সুব্রতর একটি মন্তব্য ঘিরে কুণাল রাজ্য সভাপতির তীব্র সমালোচনা করেন প্রকাশ্যে। তা নিয়ে তৃণমূলে যথেষ্ট জল ঘোলা হয়। সেই রাজ্য সভাপতিই সোমবার কুণালকে শো-কজ করলেন। কুণাল তার কী জবাব দেন, তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল।
দেখুন আরও অন্যান্য খবর: