ওন্দা: কো-অপারেটিভের ভোটে তৃণমূলের জয়। সন্ত্রাস করে জয়, কটাক্ষ বিজেপির। ওন্দা লার্জ স্কেল কো অপারেটিভ ভোটে সবুজ ঝড়। অর্ধেকের বেশি আসন নিয়ে কো-অপারেটিভ জয় ছিনিয়ে নিল তৃণমূল শিবির। ২০২১ বিধানসভা নির্বাচন ওন্দা বিধানসভা হাতছাড়া হয় তৃণমূলের। ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনেও ওন্দায় খারপ ফল করে শাসকদল। ২০২৪ লোকসভা নির্বাচনে ওন্দাতে হার হয় তৃণমূলের। তবে কো-অপারেটিভের এই জয় ২০২৬ বিধানসভার আগে তৃণমূলের টেস্ট বলে মনে করছে তৃণমূল শিবির। ২০২৬ এর বিধানিসভা নির্বাচনে ওন্দা বিধানসভা এবার তৃণমূলের থাকবে আশাবাদি ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্ব। ওন্দা ১ ও ২ নম্বর অঞ্চলের কো-অপারেটিভ নির্বাচনে জয় পেয়ে সবুজ আবির ও মিষ্টি মুখে উচ্ছাস আনন্দে মেতে উঠলেন ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্ব। উচ্ছ্বাস করুক যতখুশি, ২০২৬ সালে এর প্রমাণ দেবে ওন্দার জনগন। সন্ত্রাস করে জিতে এই উচ্ছাস মানায় না কটাক্ষ বিজেপির।
২০১২ সালে নির্বাচনের পর দীর্ঘ ১২ বছর পর বাঁকুড়ার ওন্দা ব্লকের ১ ও ২ নম্বর অঞ্চলের লার্জ সাইজ কো-অপারেটিভ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল শাসক শিবির। দুটি অঞ্চলের এই নির্বাচনে মোট আসন ৭৮টি। এর মধ্য়ে একটি আসনে কোনও প্রার্থী ছিল না। ৭৭টি আসনের লড়াইয়ে তৃণমূলের ঝুলিতে ৫৫ আসন, বিজেপির ঝুলিতে ১৭ আসন এবং সিপিএম এর ঝুলিতে ৫ আসন যায়। জয়ের পরে সবুজ আবির ও মিষ্টি মুখে উচ্ছ্বাসে মেতে উঠলেন ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: সাইকেলেই বিদেশ ভ্রমণ কৃষ্ণনগরের ৫ যুবকের
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভার আসন হাতছাড়া হয় তৃণমূলের। এই আসনে জয় পায় বিজেপি। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনেও ওন্দায় ভালো ফল করে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনেও ওন্দায় বিজেপির দিকে মানুষের সমর্থন ছিল। তবে ওন্দা লার্জ সাইজ কো-অপারেটিভ নির্বাচনে এই জয় তৃণমূল নেতৃত্বর কাছে বাড়তি অক্সিজেন বলে মত অভিজ্ঞ মহলের। ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, এই নির্বাচনের ফল প্রমাণ করছে ওন্দার মানুষ তাদের প্রতি আস্থাশীল। ২০২৬ নির্বাচনেও ওন্দার মানুষ ওন্দা বিধানসভা তৃণমূলের হাতে তুলে দেবে বলে মনে করছে শাসক শিবির।