আরামবাগ: পঞ্চমীতে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে। মঙ্গলবার রাতে আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি হেমন্ত পালকে। কঠোরতম শাস্তির দাবি তুলেছে বিজেপি। ধৃতকে বুধবার আরামবাগ আদালতে পেশ করা হবে বলে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে দেবাশিস তাঁর ভাগ্নের খোঁজ করতে বেরিয়েছিলেন। অভিযোগ, আরামবাগের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি হেমন্ত পালের সঙ্গে বচসা হয় তাঁর ভাগ্নের। তখন প্রতিবাদ করায় দেবাশিসকে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে হেমন্ত। এই অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দেবাশেস। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমন্ত দীর্ঘদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদ করতেন। তারপর চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড-সভাপতি হন। এই ঘটনায় ইতিমধ্যে তাঁকে আরামবাগ থানার পুলিশ আটক করেছে।
আরও পড়ুন: ষষ্ঠীর সকালেই সোনারপুর দক্ষিণ শাখায় ব্যাহত রেল পরিষেবা
এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, বাজারে আজকে যে ঘটনাটা ঘটেছে তৃণমূল কংগ্রেসের হার্মাদ হেমন্ত পাল এর আগেও আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করেছেন। আমরা বারবার থানায় অভিযোগ জানিয়েছে। একজন রাজমিস্ত্রির কাজ করে তাঁকে মারধর করে মেরেই ফেলল। এই সমস্ত সমাজবিরোধীদের সমাজে থাকার কোনও অধিকার নেই। তৃণমূলের ছত্রছায়ায় এরা উন্মুক্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে। এরা খুন পর্যন্ত আজকে করে ফেলল। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন আছে।
দেখুন আরও অন্যান্য খবর: