রাণীনগর: তৃণমুল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাণীনগর থানার চরবর্ডার পাড়া এলাকার বিপ্লব মণ্ডল নামে ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে রাণীনগরের সিতলাতলা এলাকায় ওই তৃনমুল কর্মীর উপর চড়াও হয় বিজেপির ৪-৫ জন বলে অভিযোগ। বিপ্লবকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে এলাকার লোক ছুটে এসে ওই তৃণমুল কর্মীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অভিযুক্তরা পরিচিত , রাজনৈতিক কারণেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করেন বিপ্লব। ঘটনার তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ।