কোচবিহার: তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা এক ব্লকের গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে নিজেদের দলীয় কর্মীর খুনের অভিযোগে বিজেপিকে অভিযুক্ত করে গোসানিমারি বাজারে অবস্থান বিক্ষোভে নেমেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী বাবলু বৈশ্য গতকাল দুপুরে গোসানিমারি বাজার থেকে বাড়ি আসলে ওই এলাকারই অভিযুক্ত মনোজ কুমার দে সরকার নামে এক ব্যক্তি বাবলুকে তার বাড়িতে ডাকে। বাবলুর স্ত্রী দিপালী বৈশ্যের আরও অভিযোগ, মনোজ নামের ওই ব্যক্তি তার স্বামীকে ডেকে নিয়ে যায় বাড়িতে যায়। আর কিছুক্ষণ পরেই তাঁর কাছে ফোন আসে বাবলু মারা গিয়েছে। বাবলুর স্ত্রীর আরও অভিযোগ, যে সময় তাঁর স্বামী মনোজের বাড়িতে গিয়েছিল, তখন তাঁর হাতে তিন লক্ষ টাকা গলায় সোনার চেন এবং হাতে সোনার আংটি ছিল। অভিযোগ মনোজ নামের ওই অভিযুক্ত ব্যক্তির আগেও বাবলুকে রাজনৈতিক উদ্দেশ্যে মারধর করেছিল এবং তার বুকের হাড় ভেঙে দিয়েছিল। গতকাল ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: শাহজাহানের বাড়ি ছাড়ল ইডি, ডন ভোঁ-ভাঁ